বোয়ালখালীতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজিত শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের স্বাধীনতা হল রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালাম ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভূমি) নুরসাত ফাতেমা চৌধুরী, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরল ইসলাম জহুর, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, কৃষি অফিসার আতিক উল্লাহ , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষণ, ওসি তদন্ত সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, চেয়ারম্যান কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শফিউল আজম সেফু, বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মকর্তা, শিক্ষক ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৫৩ বছরেও বোয়ালখালীর শহিদ বুদ্ধিজীবীদের নামের তালিকা তৈরি করতে পারেনি।

কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের প্রিন্সিপাল শান্তিময় দস্তগীরকে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তার কলেজের ছাত্র, খরণদ্বীপের মনজুর আলম সরাসরি গুলি করে হত্যা করেন। শহিদ বুদ্ধিজীবিদের তালিকা তৈরি করার দাবি জানান নেতৃবৃন্দরা।

Scroll to Top