বোয়ালখালীতে রেলের ধাক্কায় মাইক্রোবাসের বেহাল দশা  

চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে কক্সবাজারগামী রেলের ধাক্কায় একটি মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।  এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গাড়ির সামনের অংশ ভেঙ্গে চুরমার হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বুধবার দুপুরে উপজেলার বেঙ্গুরা রেল স্টেশন সংলগ্ন আহলা দরবার শরীফের  সামনে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি চকরিয়া থেকে যাত্রী নিয়ে এসেছিল।

গাড়ির যাত্রীরা বলেন, বেঙ্গুরা স্টেশন সংলগ্ন আহলা দরগাহ্’র সামনে গাড়ি ঘুরানোর সময় গাড়ির সামনের অংশ রেল লাইনে উঠে যায়। এসময় রেল চলে আসায় রেলের ধাক্কা লাগলে গাড়ির সামনের অংশ ভেঙে যায়। আমরা  তখন গাড়িতে ছিলাম না বলে আমাদের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ঘুরানোর সময় সামনের অংশ রেল লাইনে চলে গেলে গাড়ি ঘুরাতে দেরি হওয়ায় গাড়ির সামনের অংশে ধাক্কা লেগে ভেঙে যায়। রেলটি চট্টগ্রাম কক্সবাজাগামী ছিল। এ সময় গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বেঙ্গুরা দরবার শরীফের সামনে কক্সবাজারগামী রেলের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত হয়নি। আমরা মাইক্রোবাসটি হেফাজতে নিয়েছি। ড্রাইভার পলাতক রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top