বোয়ালখালীতে ম্যাক্সি পরা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

শেয়ার করুন

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ম্যাক্সি পরা অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, লাশের মুখভর্তি কালো দাড়ি। পরনে ছিল কালো গেঞ্জি। তার ওপর মেয়েদের একটি মেক্সি পরা। মেক্সির ওড়নাটি গলায় পেঁচানো অবস্থায় ছিল। পুলিশের ধারণা, দুই-দিন আগে কেউ তাকে মেরে ফেলে রেখে গেছে। পচন ধরায় চেহারা চেনা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলের এক ধানি জমিতে মরদেহটি পড়েছিলো। স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আছহাব উদ্দিন বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাশটি বাহির থেকে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এআইকে

Scroll to Top