পড়া হয়েছে: ২৬
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বি কে কনভেনশন হলে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আলাউদ্দিন।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।
তিনি বলেন, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ছাত্রীর মাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই ছাত্রীর বিয়ে না দেওয়ার জন্য মুচলেখা নেওয়া হয়।
এছাড়া বিয়ে অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।