বোয়ালখালীতে বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী  উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ছাড়া বাল‌্যবিবা‌হের আ‌য়োজন করায় বরপক্ষকে ২০ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে খবর পে‌য়ে  উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) নুসরাত ফাতেমা চৌধুরী ঘটনাস্থ‌লে গি‌য়ে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে বাল‌্যবিবাহ বন্ধ ক‌রেন।

উপজেলার কানুনগোপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করেন। কন্যা একই এলাকার পিসি সেন উচ্চ বিদ্যালয় হতে এই বার এসএসসি পাস করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, বর পক্ষকে ২০ অর্থদন্ড করা হয়েছে। এ ছাড়া মেয়ের বাবা থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধক‌ল্পে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top