পড়া হয়েছে: ৩৩
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে ট্রাকের ধাক্কায় আবদুল নবী (৭০) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়ের হাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুল নবী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের গাজী পাড়ার মৃত সৈয়দ খানের ছেলে। সে পায়ে হেঁটে কালাইয়ের হাট বাজারে যাচ্ছিল। এমন সময় পটিয়ার দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্পিং ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানা পরিদর্শক (তদন্ত) মো.সাইফুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন