বোয়ালখালীতে টেম্পুর সাথে বাইকের সংঘর্ষ, তিনজন গুরুতর আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত অটোটেম্পুর সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার হাজির হাট গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে ওভারটেক করে। এসময় অপরদিক থেকে আসা সিএনজিচালিত অটোটেম্পুর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়।

আহতরা হলেন মো. ইউনুছের ছেলে মো. সাকিব (২৫), ইছা সালেহর ছেলে মো. সামির (২৩) ও মো. রহিম উদ্দীনের ছেলে মো. সাকিব (২২)। তারা সবাই পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির ছেলে বলে জানা যায়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া।

তিনি বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top