পড়া হয়েছে: 241
			
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাকপুরা ইউনিয়নের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টার সময় উপজেলার শাকপুরা চৌমুহনী মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শাকপুরা স্ট্যান্ডার্ড ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাকপুরা ইউনিয়নের আমীর নিজাম ফারুকের নেতৃত্বে মিছিল ও সমাবেশ কর্মসূচিতে চরখিজিরপুর ইউনিয়নের আমীর নজরুল ইসলাম বাদল, বোয়ালখালী পৌরসভার সেক্রেটারী আবুল মুনসুর, বোয়ালখালী দক্ষিণ থানা শাখার শিবির সভাপতি মু. ফয়েজুল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি

 
															
 
								




