পড়া হয়েছে: ৯
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোরাই মদসহ রুবেল মজুমদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোকার দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল মজুমদার কধুরখীল খোকার দোকান এলাকার মজুমদার বাড়ীর মৃত অমল মজুমদার প্রকাশ টন্টু মজুমদারের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন জানান,খোকার দোকান এলাকা থেকে রুবেলকে আটক করা হয়। এসময় তার হেফাযতে থাকা ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।