বোয়ালখালীতে উপজেলা চেয়ারম্যান হলেন জাহেদুল হক

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ জাহেদুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিক আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট।

বুধবার (২৯ মে) রাতে বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ভাইস-চেয়ারম্যান পদে ৩১ হাজার ৩১০ ভোট পেয়ে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সেলিম উদ্দিন তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪৫৮ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাম্মৎ উম্মে সালমা ফুটবল প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আরা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৪১ ভোট।

এদিন সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এসএ

Scroll to Top