পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন লেগে ১৮ পরিবারের বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাড়ে ১২টার দিকে উপজেলার মধ্যম কধুরখীল জানালী মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে বোয়ালখালী ফায়ার সার্ভিস কাজ করছে।
কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আজম শেফু জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ৫ মাটির ঘর, ৫টি সেমিপাকা ও ৮টি কাঁচা ঘর পুড়ে গেছে।
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিকর পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা।