পড়া হয়েছে: ১০০
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে চরখিদিরপুর নামক এলাকার বড়ুয়া পাড়ায় অতিরিক্ত মদপানে অপু বড়ুয়া (৫৭) নামের একজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অপু বড়ুয়া উপজেলার চরখিদিরপুর ৯নং ওয়ার্ড বড়ুয়া পাড়ার মৃত তড়িৎ কান্তি বড়ুয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার।
তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২৩ অক্টোবর) রাতে নিজ ঘরেই অতিরিক্ত মদপান করেন তিনি। এসময় অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহষ্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ