বৈদ্যুতিক খুঁটির চাপে পড়ে হেলপারের মৃত্যু

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালীতে বৈদ্যুতিক খুঁটির চাপে পড়ে মো. সুজন (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভা ৩নম্বর ওয়ার্ড মুরাদ মুন্সির হাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজনের বাড়ি কুষ্টিয়া জেলায়। সে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনালে হেলপারের কাজ করতো বলে জানা যায়।

তার সহকর্মী মো. বদিউল আলম বলেন, আমরা একসাথে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছিলাম। খুঁটি তোলার সময় পিচ্ছিল হয়ে যায়। এসময় তার মাথা ছিল এক পাশে আর আমাদের মাথা ছিল অন্য পাশে। আমরা আমাদের মাথা বের করতে পারলেও সে বের করতে পারেনি। খুঁটির চাপে পড়েছিল সে।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে সে মারা যায় বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী মো. বদিউল আলম।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top