বেয়াদবি করলে ভারতের দিল্লি ধরে টান দেব : মুফতি কাজী ইব্রাহিম

চাটগাঁ নিউজ ডেস্ক : ভারত যদি বেয়াদবি করে তাহলে আমরা আসল দাবি তুলব। তখন দিল্লি ধরে টান দেব বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীম। তিনি বলেছেন, মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে। যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। নিয়েছ আমার থেকে, ফেরত দিবে কাকে? তুমি তো অন্যায় করেছ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন।

মুফতি কাজী ইব্রাহীম বলেন, ভারতকে বলব তুমি তোমাকে নিয়ে থাকো। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি কর, তাহলে তোমারটা নিয়ে টান দেব। আমরা ডিফেন্সিভ জাতি। আক্রান্ত হলে আমরা সবাই রয়েল বেঙ্গল টাইগার। ভারতকে বলছি, মোদিকে বলছি, খামাখা আমাদের নিয়ে নাক গলিয়েন না। ড. ইউনুস আছে। তাকে দেশটা চালাতে দেন। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন।

তিনি আরো বলেন, ভারতকে তো কেউ দেখতে পারে না। মালদ্বীপের মতো দেশকে তারা বন্ধু হিসেবে রাখতে পারেনি। বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানায়নি। তারা বাংলাদেশ নিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এখানে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না। তাদেরকে ভালবাসার আবহে রাখা হয়েছে। হিন্দুরা বলছে, আমরা ভালো আছি, নিরাপদে আছি। কিন্তু ভারত বলছে, তারা সুখে নেই।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top