বান্দরবান প্রতিনিধি : লামা উপজেলার আজিজনগর এলাকায় অনাবৃষ্টি, প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত ধর্মপ্রাণ মুসলমান প্রচন্ড রোদ আর তাপদাহ উপেক্ষা করে নামাজে শরীক হয়েছেন। এতে শিশুরাও নামাজে অংশগ্রহণ করে।
বেশ কিছুদিন ধরে অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণির মানুষ। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে আবাদি জমির ফসল আর সেই সাথে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। প্রচন্ড তাপদাহ আর অসহ্য গরম থেকে বাচঁতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে স্থানীয় তাওহীদি জনতার ব্যানারে মাঠের খোলা আকাশের নিচে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষমা চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মোহাম্মদ হোবাইব।
চাটগাঁ নিউজ/এসএ