চাটগাঁ নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ রাসেল বলেন, ‘আগামীকাল (বুধবার) সকাল ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন থেকে ছাত্ররা রেললাইনে নেমে যাবে। এরপর সকাল ১০টা থেকে আমাদের যথারীতি অবরোধ কর্মসূচি চলতে থাকবে।’ এছাড়া নগরীর সকাল ১০টায় নগরীর দেওয়ানহাট এলাকায় রেললাইন অবরোধ করা হবে।
গত ৬ জুন থেকে বিভিন্ন সময় এ কর্মসূচি পালন করছেন তারা। সর্বশেষ গত ৮ জুন চট্টগ্রাম ষোলশহর স্টেশনে রেললাইন অবরোধ করলে ৩০ মিনিট আটকে থাকে কক্সবাজার এক্সপ্রেস।
চাটগাঁ নিউজ/এসআইএস