পড়া হয়েছে: ৩২
সিপ্লাস ডেস্ক: ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের জন্য চলতি মাসের ১২ তারিখ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের জন্য বিসিবির ঘোষিত দলে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের।
এশিয়া কাপ শেষ হওয়ার ১৭ দিন পর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। বিশ্বকাপ ভাবনায় মিরপুরে চলমান অনুশীলন ক্যাম্পে ফেরানো হয়েছে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে।
মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে ফেরাতে দেশ এবং দেশের বাইরে সমর্থকরা মানববন্ধন করেন। তাকে দলে ফেরাতে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়।
বুধবার ব্যাক-আপ ক্রিকেটারদের নিয়ে গড়া অনুশীলনে যোগ দিয়েছেন রিয়াদ। মিরপুরের মাঠে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় তাকে ফিল্ডিং অনুশীলন করতে দেখা গেছে।