বিমানবন্দর থেকে মন্ত্রী-এমপিদের ফিরিয়ে দেওয়ার কারণ জানাল এসবি

শেয়ার করুন

চাটগাঁ নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময় একের পর এক সাবেক মন্ত্রী-এমপি আটক হচ্ছেন। এ নিয়ে দেশব্যাপী আলোচনার মধ্যে এর কারণ জানাল ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

তারা বলছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় সাবেক মন্ত্রী-সংসদ সদস্যসহ অনেককে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।

চাটগাঁ নিউজ /এআইকে

Scroll to Top