বিপ্লব উদ্যোনে সম্মিলিত পেশাজীবী নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

চাটগাঁ নিউজ ডেস্ক : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,আধুনিক বাংলাদেশের রুপকার, কিংবদন্তী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যেনে পুস্পস্তবক অপর্ণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বয়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাংবাদিক মো. শাহ নেওয়াজ,ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ডা তমিজ উদ্দিন, অধ্যাপক নসরুল কাদির চৌধুরী, ডা. সরোয়ার আলম প্রমুখ।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে পেশাজীবী নেতৃবৃন্দ বলেন-বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব এক ক্রান্তিকালে। ১৯৭১ সালে তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা সেই সময় সারাদেশে মানুষের মনে সাহস ও উদ্দীপনা যুগিয়েছিল। তিনি জাতীয় সকল সঙ্কটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাব দেয়া হয়। স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তার অনবদ্য অবদানের কথা জাতি কোনো দিন ভুলবে না।
চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top