কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কপাবিকের দুই কর্মচারী আহত হয়েছেন।
আহতরা হলেন- বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মো. ইব্রাহীম খলিল (৫৭) ও ইলেকট্রিসিয়ান আরমান।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, এই ঘটনায় ফোরম্যান ইব্রাহীম খলিলের মুখমণ্ডলের চামড়াসহ মাংস পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিদ্যুৎ রাতে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে ইলেকট্রিশিয়ান আরমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার আঘাত গুরুতর না হলেও হার্টের সমস্যা থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ