বিজয় মেলার অনুমতি না পেলে উপজেলা প্রশাসন ঘেরাওয়ের ঘোষণা

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের বিজয় মেলার অনুমতি না পেলে রাউজান উপজেলা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন রাউজান কলেজের প্রাক্তন ছাত্র পরিষদ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫ টায় রাউজান কলেজ মাঠের অনুষ্ঠিতব্য বিজয় মেলার নির্মাণাধিন মঞ্চের আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক সাইদ বিন আমান বলেন, গত ৬ ডিসেম্বর জাতীয় ও আঞ্চলিক পত্রিকার অনলাইন ভার্সন ও ৭ ডিসেম্বর প্রিন্টও মেলার সাথে সম্পৃক্ততা নেই বলে দাবী করেন আয়োজকরা। এই মেলার আয়োজক হলো রাউজান সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এখানে কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই। তবে, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসর ছাড়া সকল রাজনৈতিক দল এবং রাউজান ও আশেপাশে উপজেলার আপামর জনসাধারণ এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে পণ্ড বা বানচাল করার অসৎ উদ্দেশ্যে একটি পক্ষ এটিকে রাজনৈতিককরণ করার চেষ্টা করছে। এই বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কোনো রাজনৈতিক দলের নয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আবেদনের প্রেক্ষিতে গত ১৯ নভেম্বর রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ শর্ত সাপেক্ষ কলেজ মাঠে মেলার অনুমতি প্রদান করেন। এরপর গত ২৫ নভেম্বর জেলা প্রশাসকের নিকট বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা করে আবেদন করা হয়।

পরে গত ২ ডিসেম্বর চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয় (জে.এম) শাখা থেকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক স্বাক্ষরিত একটি স্মারকের মাধ্যমে একমাস ব্যাপী অর্থাৎ ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাউজান সরকারি কলেজ মাঠে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপার ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠানো হয়। এরমধ্যে বিজয়মেলা বানচাল করতে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকার ইতিহাস বিকৃত করে মহান মুক্তিযুদ্ধকে কলংকিত করেছিল। আমরা সেখান থেকে বের হয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের বীরত্বগাথা ইতিহাস মানুষের কাছে তুলে ধরা এবং সকল শহীদদের স্মরণে আমাদের এই বিজয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই আমাদের এই আয়োজন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক সৈয়দ মনজুর হক, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা সৈয়দ তৌহিদুল ইসলাম, মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা রাসেল খান, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন মির্জা প্রমুখ।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাতে মেলার প্রস্তুতি সম্পন্ন করে রাউজান কলেজ প্রাক্তণ ছাত্র পরিষদ কর্তৃক গঠিত রাউজান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ-২০২৪ রাউজান সরকারি কলেজ মাঠে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার আয়োজনের ঘোষণা দেন। ইতোমধ্যে মেলার দোকান-পাট, বিজয় মঞ্চ স্থাপনের প্রথম ধাপ সম্পন্ন হয়। এরমধ্যে ৩ ডিসেম্বর রাউজান উপজেলা – পৌরসভা বিএনপি মুক্তিযোদ্ধা কাউন্সিলের মতবিনিময় সভার মাধ্যমে একই মাঠে মেলা উদযাপন ঘোষণা দেন। এতে মেলা উদযাপন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চাটগাঁ নিউজ/গাজী/ইউডি  

Scroll to Top