সিপ্লাস ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা হলেন-মো. শাহ আলম মুন্সী, নয়ন মিয়া, আজিজুল ইসলাম মনির, শাহিন ও নিয়ামুল হক।
শুক্রবার (৪ আগস্ট) তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক স্নেহাশীষ রায়।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।