পড়া হয়েছে: ৩১
সিপ্লাস ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির রোড মার্চের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে অভিযোগ বিএনপির। দলটির নেতাদের দাবি, হামলার ঘটনায় তাদের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় তাদের বহরের ১১টি গাড়ি ভাঙচুর করা হয়।
জেলা বিএনপির সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ অভিযোগ করে বলেন, সকালে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি থেকে রোড মার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে রওনা হন বিএনপি নেতারা। বহরটি বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে সরকার দলের নেতাকর্মীরা হামলা চালান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘বিএনপির রোড মার্চে হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’