চাটগাঁ নিউজ ডেস্ক : ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় নগরীর একে খান ও অলঙ্কার মোড়ে বিভিন্ন কাউন্টার ও বাসে মনিটরিং টিম এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ, সিএমপির ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে চট্টগ্রামে এ মনিটরিং টিম গঠন করা হয়।
মনিটরিং টিমের আহ্বায়ক ও নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা বলেন, ‘প্রতিবছর ঈদে বাড়ি যাওয়ার সময় বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকে। তাই বাড়তি ভাড়া যাতে কাউন্টারগুলো আদায় করতে না পারে সেজন্য বিআরটিএ থেকে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।’
পুলিশ কর্মকর্তা কীর্তিমান বলেন, ‘কোথাও বাড়তি ভাড়া নিচ্ছে কি না এটা দেখতে আমরা নগরীর অলঙ্কার ও একে খান মোড়ে বেশ কয়েকটি কাউন্টারে অভিযান চালিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। বিপুল পরিবহন নামে চট্টগ্রাম থেকে নওঁগা-বগুড়াগামী একটি বাসে ২০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়।’
তিনি বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে যাত্রীদের সে টাকা ফেরত দিতে বলি। ভবিষ্যতে ভাড়া বেশি নিলে তাদের রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।’
চাটগাঁ নিউজ/এসএ