চাটগাঁ নিউজ ডেস্ক: সুপারকোপা দে স্পানার ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র একাই উড়িয়ে দিয়েছেন বার্সেলোনাকে। তার হ্যাটট্রিক ও আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েস গোল করে কাতালানদের ৪-১ গোলে হারিয়েছে। ঘরে তুলেছে মৌসুমের প্রথম শিরোপা সুপারকোপা।
রোববার রাতে সৌদি আরবের আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করার সুযোগ হারান রিয়াল তারকা ভিনিসিয়াস। তবে ৭ মিনিটে পাওয়া সুযোগ হারাননি তিনি। মাঝ মাঠ থেকে জুড বেলিংহামের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠিয়ে দেন এই তরুণ।
কিছু বুঝে ওঠার আগে জাভির দল দ্বিতীয় গোল হজম করে। এবারও গোল করেন ভিনিসিয়াস। তবে ওই গোলে অসাধারণ অবদান রাখেন রদ্রিগো গোয়েস। তাকে মাঝ মাঠের নিচ থেকে বল বাড়ান রিয়াল ডিফেন্ডার কারভাহাল। দৌড়ে বল ধরে বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। চাইলে তিনি গোলে শট নিতে পারতেন। তবে গোল নিশ্চিত করতে গোলের ঠিক মুখে ভিনিকে পাস দেন তিনি।
দুই গোল খাওয়ার পরে যেন ঘুম ভাঙে বার্সার। ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। পজিশন নিয়ে খেলতে শুরু করা দলটি ৩৩ মিনিটে এক গোল শোধ করে। দারুণ এক ভলিতে গোল করেন বার্সার পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। তবে ওই স্বস্তি বেশিক্ষণ টেকেনি কাতালানদের। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিনি দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। রোনাল্ড আরাহো অপ্রয়োজনে ভিনিসিয়াসকে টেনে ফেলে দিয়ে ওই গোল হজম করেন।
এরপর দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রদ্রিগো জাল খুঁজে পান। আগেও দুটো সুযোগ তিনি পেয়েছিলেন। তবে বক্সের ঠিক মাঝ থেকে ব্রাজিলিয়ান তরুণ নিচু করে নিঁখুত এক শট নিয়ে জালে বল পাঠিয়ে দেন। বড় জয়ে সুপারকোপা নিজেদের করে নেন লস ব্লাঙ্কোসরা। এ নিয়ে স্পেনের রাজধানীর দলটি ১৩টি সুপারকোপার শিরোপা ঘরে তুলেছে।
চাটগাঁ নিউজ/এমআর