বায়েজিদে জুতা কারখানায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: বায়েজিদ বোস্তামী লিংক রোডে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শুক্রবার (২৯ মার্চ ) বিকেল ৪টা ১০ মিনিটে বোস্তামী লিংক রোডে ৫ তলা ভবনের দ্বিতীয় তলার ওই ফ্যাক্টরিতে এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোরিয়ান প্রতিষ্ঠান লংডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ মূলত জুতার অ্যাক্সেসরিজ তৈরি করে। প্রথমে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি যে কেউ ভেতরে আটকা পড়েনি।’

‘যদিও কারখানার কর্মকর্তারা আমাদের বলেছেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন। তাই কোনো শ্রমিক বা কর্মচারী কারখানার ভেতরে নেই। তবুও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে কেউ কারখানার ভেতরে আছে কি না,’ বলেন তিনি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top