পড়া হয়েছে: ৩১
চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের বায়েজিদে জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জুলেখা বেগমকে গ্রেফতার করেছে কোতোয়োলী থানা পুলিশ।
শনিবার (২৩ মার্চ) নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, শনিবার বায়েজিদ বোস্তামী থানা অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ১ বছর ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী জুলেখা বেগমকে গ্রেফতার করা হয়।
আসামিকে আদালতে প্রেরণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমআর