সিপ্লাস ডেস্ক: তাসকিন আহমেদের গতির বলে বোল্ড বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক সাজঘরে ফেরার আগে ২২ বলে ১ চারে করেন ১৭ রান। বাবর আজমের বিদায়ে ১৫.৩ ওভারে ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।
এর আগে ফখর জামানকে সাজঘরে ফিরিয়ে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন পেসার শরিফুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন পাকিস্তানের তারকা ওপেনার। ফখর জামানের বিদায়ে ৯.১ ওভারে ৩৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ ওভারে ১৫ রান করে পাকিস্তান। এরপর ফ্লাডলাইটে সমস্যা দেখা দেওয়ায় খেলা বন্ধ থাকে ১৮ মিনিট। সমস্যা কেটে যাওয়ায় ফের খেলা শুরু হয়।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান বনাম বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।