বান্দরবান সদরে জামানত হারালেন আ.লীগ নেতা জাহাঙ্গীর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে বহিস্কৃত বিএনপি নেতার কাছে হেরে জামানত হারালেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী একেএম জাহাঙ্গীর।

বুধবার (৮ মে) বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আওয়ামী লীগের প্রবীণ নেতা একেএম জাহাঙ্গীর ২য় বারের মতো উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে কাস্টিং ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৬৬ ভোট। কাস্টিং ভোটের সংখ্যা ছিল ২৩ হাজার ৫৮১। যার মধ্যে ২২ হাজার ৫১০ ভোট বৈধ ভোট। বাতিল ভোটের সংখ্যা ছিল এক হাজার ৭১।

৪৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। যা নিরবিচ্ছিন্নভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারীর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। জেলা সদরের এ উপজেলায় মোট ভোটার ৭১ হাজার ৪৪৪ জন।

চাটগাঁ নিউজ/এসএ

 

Scroll to Top