বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে। সে সাথে তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গোলাবারুদ ও ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আইএসপিআর সূত্রে জানা যায়, রুমার প্রাংসা ইউপির ৬নং ওয়ার্ডের বাকলাই পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহত ২ কেএনএফ সদস্যের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। পরে আজ সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী চাটগাঁ নিউজকে বলেন, দুইজন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে আমাদের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। মরদেহ উদ্ধারের সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গোলাবারুদ ও ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন