পড়া হয়েছে: ৭
চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের বড় পাইকারি সবজি বাজারের অন্যতম বগুড়ার মহাস্থান হাট। এই পাইকারি বাজারে এখন আলুর ব্যাপক আমদানি হচ্ছে। কিন্তু দাম কমছে না, বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবধরনের আলু। উত্তরাঞ্চলে সবজির জন্য প্রসিদ্ধ এই হাটে সাদা জাতের আলু ছাড়াও লাল জাতের ক্যারেজ ও পাকরি আলুর আমদানি বাড়ছে প্রতিদিনই।
মহাস্থান হাটের আড়তদার আয়নাল হক বলেন, চলতি মৌসুমে আগাম জাতের আলুর দাম শুরু থেকেই বেশি। গত বছরের তুলনায় এবার আলুর দ্বিগুণ দাম বেশি।
মহাস্থান হাট ঘুরে দেখা গেছে- আজ বেগুন প্রকারভেদে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা মণ, ফুলকপি এক হাজার ৩০০ টাকা মণ, প্রতি পিছ বাধা কপি বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৭ টাকা, মুলা ২০০ থেকে ৬০০ টাকা মণ, রববটি এক হাজার টাকা মণ, করলা এক হাজার ৪০০ টাকা মণ, কাঁচা মরিচ দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা মণ, শিম এক হাজার ৬০০ টাকা থেকে দুই হাজার টাকা মণ, মুড়িকাটা নতুন পেঁয়াজ তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৪০০ টাকা মণ, টমেটো দেড় হাজার থেকে এক হাজার ৬০০ টাকা এবং গাজর দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা মণ বিক্রি হয়েছে।
মহাস্থান হাটের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বাজারে একমাত্র আলু ছাড়া অন্যান্য সবজির সরবরাহ তুলনামূলক কম হয়েছে।