পড়া হয়েছে: ৩২
চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইউসুফ গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার তুলাতলি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ব্যক্তিগত কাজে নিজ বাড়ি বাঁশখালী থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট আসার সময় একটি ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
চাটগাঁ নিউজ/এসবিএন