বাংলাদেশ ব্যাংকে লকারের খোঁজে দুদক

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তার লকারের সন্ধানে এসে লকার পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রবিবার দুপুরে ব্যাংকে লকার অভিযান পরিচালনা শেষে এ তথ্য জানান দুদক পরিচালক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান।

সায়েমুজ্জামান বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের লকার সুবিধা আছে কিনা সেটা পরীক্ষা করতে এসেছিলাম। ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের লকারের রেজিস্টার পরীক্ষা করে তাদের লকার সুবিধা পাওয়া যায়নি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ২৫ কর্মকর্তার লকার সুবিধা আছে কিনা সেটি দেখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুদকের কাছে আরও অনেক অভিযোগ রয়েছে। সে ভিত্তিতে ভবিষ্যতে আদালতের নির্দেশক্রমে অন্য কর্মকর্তাদেরও সুবিধা আছে কিনা সেটি দেখা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বা প্রমাণ পাওয়া গেলে যত প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আদালতের নির্দেশনা ক্রমে দুদকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের লকারের রেজিস্টার চেক করে দেখেছিল। কিন্তু রেজিস্ট্রারে এই ২৫ কর্মকর্তার কোনো লকার সুবিধা পাননি। এ জন্য কোনো লকার আজ খোলা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশনা অনুযায়ী অন্যকোনো ব্যক্তির লকার খোলার আদেশ পাওয়া গেলে খুলে দেখার হবে। ’

বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জন, শেয়ারবাজার থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া, রিজার্ভের অর্থ তছরুপ ও সঞ্চয়পত্র জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান ২৫ কর্মকর্তাকে নজরদারিতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তাদের কেন্দ্রীয় ব্যাংকের কোনো লকার সুবিধা আছে কিনা তা দেখতে বাংলাদেশ ব্যাংকে অভিযান চালায় দুদক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top