বাংলাদেশ ব্যাংকের সার্ভার ফের চালু

Facebook
WhatsApp
Twitter
Print

সিপ্লাস ডেস্ক: একদিন বন্ধ থাকার পর যথারীতি কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সার্ভার।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন জানিয়েছেন, আরটিজিএস সার্ভারে ত্রুটি দেখা দিয়েছিল।

সেটি গতকাল সোমবার (৩১ জুলাই) রাত থেকেই বাংলাদেশ ব্যাংকের আইটি বিশেষজ্ঞরা সমাধান করতে পেরেছে। মঙ্গলবার সকালে ব্যাংক খোলার সময় থেকেই স্বাভাবিক লেনদেন শুরু করা সম্ভব হয়েছে।

সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) সকাল থেকে রিয়েল-টাইম লেনদেনে সমস্যায় পড়ে ব্যাংকগুলো।

রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা যার মাধ্যমে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়।

সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে তারা যেন মঙ্গলবার ‘ম্যানুয়াল পদ্ধতিতে’ আন্তঃব্যাংকে লেনদেন নিষ্পত্তির প্রস্তুতি নিয়ে রাখে কিন্তু সেটা আর প্রয়োজন হয়নি।

Scroll to Top