বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের নয়

আন্তর্জাতিক ডেস্ক : সহিংস বিক্ষোভের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা এবং সাংসদ শশী থারুর।

শনিবার (১০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শশী থারুর বলেন, প্রতিবেশি দেশ বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের কারণ নয়।

বাংলাদেশের পরিস্থিতি ভারতের সাথে সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে–এমন প্রশ্নের জবাবে শশী থারুর বলেন, ‘আমাদের মৌলিক স্বার্থ বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে নিহিত। আমাদের মৌলিক প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের মঙ্গল। অর্থাৎ প্রথমে জনগণ, এরপর রাষ্ট্র এবং তৃতীয় ধাপে রয়েছে কোনও নেতার কথা।’

তিনি আরও বলেন ‘আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি ১৯৭১ সাল থেকেই। নানা উত্থান-পতনের মধ্যেও আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এমনকি যখন সেখানে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল না-এমন সরকারের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে পেরেছি আমরা। অবশ্যই ভবিষ্যতেও সেই সম্পর্কের কোনও অবনতি হওয়া উচিত নয়।’

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top