পড়া হয়েছে: 136
			
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া উপ নির্বাচন উপলক্ষে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার (৯ মার্চ) ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর ১১টা পর্যন্ত নির্বাচনী এলাকার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। এরই মধ্যে ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে জানা যায়, এই পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তবে অন্যান্য ভোটের তুলনায় ভোটার উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে।
চাটগাঁ নিউজ/এমআর

															
								




