বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ওমান প্রবাসীদের আহ্বান রাষ্ট্রদূতের

শেয়ার করুন

ওমান প্রতিনিধি: ওমানে নিযুক্ত রাষ্ট্রদূত ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান রাষ্ট্রদূত। বৈঠকে বন্যাদুর্গতদের জন্য একটি তহবিল গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ অ্যাম্বেসিতে দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সভাপতি সিরাজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।

রাষ্ট্রদূত বলেন, যেহেতু সোশ্যাল ক্লাব ওমান সরকার কর্তৃক অনুমোদিত তাই সোশাল ক্লাব ও ক্লাবের সকল শাখা ও উইংস বন্যার্তদের জন্য তহবিল গঠনে মূখ্য ভূমিকা পালন করতে পারে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সেক্রেটারি এম এ আমিন, বাংলাদেশ স্কুলের কর্মকর্তাসহ বিভিন্ন উইংসের কর্মকর্তাবৃন্দ।

চাটগাঁ নিউজ/টমাস/এআইকে

Scroll to Top