নিজস্ব প্রতিবেদকঃ চিন্ময় কাণ্ডে নিহত অ্যাডভোকেট আলিফ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বক্তব্য না দিয়েও বদলি হতে হল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) পিওএম লিয়াকত আলী খানকে। নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে বদলি করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কাণ্ডে আইনজীবী হত্যা ও হামলা সংঘর্ষের ঘটনা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সে ‘One Killed in Bangladesh as Hindu protesters clash with police’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে সিএমপি দক্ষিণের ডিসি লিয়াকত আলী খানের একটি বক্তব্য উল্লেখ করা হয়। রয়টার্সে উল্লেখিত লিয়াকত আলী খানের বক্তব্য ছিল- ‘A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong], said police officer Liaquat Ali.’
কিন্তু সিএমপির দাবি, সংবাদের বিষয়ে রয়টার্স, ভয়েস অব আমেরিকা বা কোনো সংবাদ কর্মীর সাথে ডিসি (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথাই হয়নি। অবশ্য এই নিয়ে রয়টার্স, ভয়েস অব আমেরিকাসহ লিয়াকত আলী খানের বক্তব্য উল্লেখ করা সকল গণমাধ্যমকে ‘দায়িত্বশীল সাংবাদিকতা’ করার আহবান জানিয়ে বিবৃতি প্রদান করে। তবুও লঘু দোষে গুরুদন্ড পেয়ে গেলেন সিএমপির ডিসি (দক্ষিণ) লিয়াকত আলী খান। তার পদে বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানাকে পদায়ন করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ইউডি