ফ্রান্সে বাম জোটের জয়

চাটগাঁ নিউজ ডেস্ক : ফ্রান্সের দ্বিতীয় ধাপের পার্লামেন্ট নির্বাচনে দেশটির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালি (আরএন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় এসেছে বামপন্থি দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)।

ফলাফল ঘোষণা করার পরই বিজয় র‌্যালি নিয়ে পার্লামেন্টের দিকে এগিয়ে যান সমর্থকরা। সেই সাথে ভয় কেটেছে মুসলিম নারীদেরও। দেশটিতে হিজাব পরিহিত নারীদের প্রায়ই হেনস্তার শিকার হতে দেখা যায়। তবে প্রথম দফার নির্বাচনে ডানপন্থি জোটের এগিয়ে থাকা নিয়ে সেই শঙ্কা আরও বাড়তে থাকে।

সোমবার (৮ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)। তাদের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর মধ্যপন্থি দল। শেষ পর্যন্ত নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বামপন্থি জোটের জয়ের খবরে মুসলিম নারীদের সেই শঙ্কা দূর হয়েছে।

এর আগে প্রথম দফার নির্বাচনে প্রায় ৩৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ছিল ন্যাশনাল র‍্যালি (এনআর)। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনে চিত্র পুরোপুরি পরিবর্তন হয়ে যায়।

প্রথম দফার নির্বাচনের পর ডানপন্থিদের ঠেকাতে ফ্রান্সের মধ্যপন্থি ও বামপন্থি দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ম্যাখোঁ। এরপর আপসের ভিত্তিতে বাম ও মধ্যপন্থি দলগুলোর প্রার্থীদের অনেকেই একে অন্যকে একাধিক আসন ছেড়ে দেন। এর ফলেই ডানপন্থিরা পিছিয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুথফেরত জরিপে দেখা গেছে, ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭টি আসনের বামপন্থিদের জোট নিউ পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮২টি। এরপর ১৬৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মধ্যপন্থি জোট অনসম্বল অ্যালায়েন্স। আর কট্টর ডানপন্থি ন্যাশনাল র‍্যালি জয় পেয়েছে ১৪৩টি আসনে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top