চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে সিএনজি অটোরিকশা পড়ে কর্ণফুলীতে তলিয়ে গেছে। সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী সাঁতরে তীরে এলেও এখনো নিখোঁজ রয়েছে সিএনজি চালক। তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই চালকের নাম জানা সম্ভব হয়নি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এ দুর্ঘটনাটি ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কন্ট্রোল রুমের কর্তব্যরত ফায়ার ফাইটার সজীব বলেন, সাড়ে ৭টার দিকে আমাদের কাছে খবর আসে নদীতে যাত্রীসহ সিএনজি অটোরিকশা পড়ে গেছে। যাত্রীরা উপরে উঠতে পেরেছে এবং সিএনজি তুলতে পেরেছে। আমাদের যেতে হবে না। একটু আগে আবার খবর এলো যে চালক নিখোঁজ রয়েছে। এখন আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। তাই বিস্তারিত বলা যাচ্ছে না।
চাটগাঁ নিউজ/জেএইচ