ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাফ মাওলা গোলাফকে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জরিমানা করেছ ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৪মে ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও অন্যান্যদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় গোলাপ মাওলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বিবৃতি প্রদান করে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ৫ক (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়, পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
একই অপরাধে নাজিরহাটেরর ব্যবসায়ী ও যুবলীগ নেতা এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চাটগাঁ নিউজ/ফরিদ/এসআইএস