ফটিকছড়ির আলোচিত মাসুদ হত্যা:যুবলীগ নেতা আকতার কারাগার

Facebook
WhatsApp
Twitter
Print

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির আলোচিত মাসুদ মির্জা হত্যা মামলার অন্যতম আসামী দাতঁমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূইয়া রবিবার (১১ জুন)সন্ধ্যায় আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এর পূর্বে আসামী আকতার এ মামলায় জামিন আবেদন করে সংশ্লিষ্ট আদালতে আত্নসমর্পণ করেন। আলোচিত এ মামলায় আসামী আকতারকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী, নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু।

উল্লেখ্য গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইউনিয়নের বালুটিলা বাজারে প্রকাশ্যে চুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাস ফেরত যুবক মাসুদ মির্জাকে।

পরদিন এ ঘটনায় আকতার হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার  পর উত্তেজিত জনতা দুই আসামীকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সম্প্রতি  আদালতের নির্দেশে  মামলাটি  নতুন করে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Scroll to Top