পড়া হয়েছে: ৫২
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে সুপারির কূপে নেমে আহত যুবক বখতিয়ার আলম তৌহিদও মারা গেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌহিদ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়।
বিকাল ৪ টার সময় বাড়ীর পাশে মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি পাইন্দং ইউপির ৬ নং ওয়ার্ডের পশ্চিম হাইদছকিয়া গ্রামের হাজী গুন্নু মিয়া সওদাগর বাড়ীর এজাহার মিয়ার সন্তান।
উল্লেখ্য ১লা নভেম্বর দুপুর পাইন্দং ইউপির পশ্চিম হাইছকিয়া সুপারির কূপে নেমে নিহত দুই ভাই শহীদুল্লাহ ও শফীর মৃত্যুর পর এবার প্রতিবেশী বখিতয়ার আলম তৌহিদেরও মৃত্যু হয়। তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোখের ছায়া নেমে আসে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ