ফটিকছড়িতে ভোট কারচুপির আশঙ্কা: তৈয়ব

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব অভিযোগ করেছেন, ভোট কারচুপির আশঙ্কা আছে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে ফটিকছড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবু তৈয়ব বলেন, রাউজান উপজেলার সাথে লাগোয়া জাফতনগর, আব্দুল্লাহপুর, খিরাম ইউনিয়নে বহিরাগতরা এসে ভোট কেটে নেওয়ার সম্ভাবনা আছে। তিনি এ বিষয়ে প্রশাসনকে অবগত করেছেন বলেও জানান।

এছাড়াও ফটিকছড়ি পৌরসভায় ভোট কাটাকাটির পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন আবু তৈয়ব। তিনি প্রশাসনকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।

আবু তৈয়ব বলেন, ফটিকছড়িবাসী শান্তিপ্রিয় মানুষ। তারা শান্তিতে থাকতে চায়। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে ভয় দেখানোর জন্য তার নেতাকর্মীদের ফোনে হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোহিদুল আলম বাবু বলেন, ফটিকছড়িতে যেরকম নেতৃত্ব দরকার তার সব গুণ আবু তৈয়বের কাছে আছে। তিনি একজন যোগ্য এমপি হবেন বলে তিনি আশা করেন।

সংবাদ সম্মেলনে আবু তৈয়বের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top