পড়া হয়েছে: ৮০
ফটিকছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়িতে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
২৭ মার্চ (বুধবার) রাত সাড়ে ১২টার দিকে নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবুনগর আজম ক্লাব এলাকা থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাজিম উদ্দিন, মো. সালেহ আহমদ, মো. আব্দুল কাদের, মো. আব্দুল্লাহ, নেজামুল হক, মো. দিদার, জামশেদ মো. শহিদুল্লাহ ও জাবেদ।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মীর নুুরুল হুদা চাটগাঁ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজম ক্লাব এলাকার জুয়ার আসর থেকে ৯ ব্যক্তিকে আটক করা হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন