ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির উপজেলার পাইন্দং ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মিরাজ নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছ।
শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের আকম আলী টেন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ ঐ এলাকার মাদ্রাসা শিক্ষক মোরশেদ আলীর একমাত্র পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, সকাল বেলা শিশুটির যখন খেলা করছিল তখন তার মা রান্না করছিল। পরিবারের অগোচরে বসতঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।