ফটিকছড়িতে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির বাগান বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের বাংলাবাজার ও নতুন রাস্তার মাথা এলাকার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নৌকার কর্মীরা তরমুজের কর্মী সমর্থকদের দায়ী করছেন।

খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হকসহ ভুজপুর থানা পুলিশের একটি টীম।শেষ খবর পাওয়া পর্যন্ত  মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বলেন শনিবার রাত ১২ টার দিকে আমাদের কয়েকজন কর্মী ফোন করে জানায় একদল মূখোশধারী মোটর সাইকেলে এসে নৌকার  দুইটি অফিসে ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন আমাদের সাথে মুল লড়াই হবে তরমুজ প্রতীকের সাথে।সে কারনেই তরমুজের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

বিষয়টি নাকচ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাজু বলেন, নৌকার কর্মীরা তাদের পরাজয় টের পেয়ে নিজেদের অফিস ভাংচুর করে নাটক সাজিয়ে আমাদের উপর দোষ চাপাতে চাচ্ছেন। যেটি এলাকার মানুষ বুঝে গেছে।

Scroll to Top