ফটিকছড়িতে ক্লিনিক মালিক থেকে মুচলেকা আদায়

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নানুপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম কামরুল ইসলাম। ।

অভিযানে মর্ডান ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র যাচাই করা হয়। এসময় লাইসেন্স নবায়ন না থাকায় প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামের কাছ থেকে মুচলেকা নিয়ে লাইসেন্স হালনাগাদ করতে এক মাসের সময় সীমা বেঁধে দেয়া হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম ও ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম।

সম্প্রতি  হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় ফটিকছড়িতে অনুমোদনহীন হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেন সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী। মূলত এরপর থেকে উপজেলার ক্লিনিক -ডায়াগনোস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে একের পর এক  অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান পরিচালনার বিষয়টি স্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন জনস্বার্থে এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top