ফটিকছড়িতে আবারো ঘর পেলো ৬০ পরিবার

শেয়ার করুন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আবারো ঘর পেলেন ভূমিহীন ৬০ পরিবার।

বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলিল ও চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা শহীদ জহরুল হক মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বতে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান  হোসাইন মো: আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,সহকারী কমিশনার (ভূমি) এটি.এম কামরুল ইসলাম, ফটিকছড়ির থানার ওসি মীর মো: নুরুল হুদাসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তি ও  উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করে নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িতে এ পর্যন্ত ১ হাজার ২ শত ৯০ পরিবার ঘর পেয়েছেন।

Scroll to Top