নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান এবং নগরের খুলশীতে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামক ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
এর আগে রাউজান উপজেলার গহিরা পৌরসভায় তার পৈতৃক বাড়িতেও অভিযান চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন চাটগা নিউজকে বলেন, অভিযান পরিচালনা করার জন্য যৌথবাহিনীকে খুলশী থানা পুলিশের দল সহযোগিতা করেছে। অভিযানে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
রাউজানের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মঙ্গলবার দিবাগত ভোররাতে হঠাৎ করে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনী ফজলে করিমের বাড়িতে আসে। এরপর তারা ওই বাড়িতে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে চলে যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে বলে শুনেছি।’
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গত ১২ সেপ্টেম্বর সকালে গ্রেফতার হন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এসময় তাঁর ফাঁসির দাবিতে লোকজনকে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়েছে।
চাটগা নিউজ/ উজ্জ্বল/এসএ